মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:৩৬

এক শ্রমিকের আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফরহাদ হোসেন (১৮) নামের এক জুতার কারখানার শ্রমিক ঢাকা রাজধানীর চকবাজার খাঁজে দেওয়ান এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত ফরহাদ হোসেন একটি জুতার কারখানায় কাজ করতেন।
বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
নিহত ফরহাদের বড় ভাই মো. সাদ্দাম হোসেন বলেন, সন্ধ্যায় সবার অগোচরে ফরহাদ তার রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। পরে বুঝতে পেরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন।
নিহত ফরহাদ চকবাজারের খাজে দেওয়ান এলাকার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম আলম হোসেন। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি ছোট।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, কি কারণে, কেন তিনি আত্মহত্যা করেছেন, এ বিষয়ে স্বজনরা কিছুই জানতে পারেননি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।