ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে সাতক্ষীরা সীমান্তে এক কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। বুধবার ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জনাব, মো. আশরাফুল হকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে মাদকের একটি চালান ভারত থেকে বাংলাদেশে পাচার হবে।
এ তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জনাব, মো. আশরাফুল হকের দিকনির্দেশনায় বিজিবির একটি চৌকস আভিযানিক দল সীমান্তের কুটিবাড়ী এলাকায় অবস্থান করেন। আনুমানিক রাত ১২টা ১০ মিনিটের দিকে একজন ব্যক্তিকে সীমান্ত থেকে হেঁটে ওই এলাকার দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে উক্ত ব্যক্তি একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যান। পরে টহলদল ওই স্থানে তল্লাশি চালিয়ে তার ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে।
ওই ব্যাগের ভেতর থেকে এক কেজির একটি ক্রিস্টাল মেথ আইসের প্যাকেট জব্দ করে। এ ব্যাপারে সাতক্ষীরার কলারোয়া থানায় সাধারণ ডায়েরি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় বিজিবি।