মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:১১

গাড়িচাপায় এক যুবক নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাস্তা পারাপারের সময় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত পরিবহণের চাপায় সোহেল খাঁন (৩০) নামে এক যুবক নিহত হন।
মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল খাঁন নগরকান্দা উপজেলার কাইচাল ইউনিয়নের বড় নাওডুবি গ্রামের জাফর খানের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জনাব, আবু সাঈদ মো. খাইরুল আনাম জানান, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি সোহেল খানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।