ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায়। সোমবার (২৯ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার জনাব, মো. ফয়সল বিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাহিদ, সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন, উপজেলা প্রকৌশলী মাহমুদউল্লাহসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাসহ উপস্থিত কর্মকর্তারা।
উক্ত সভায় কেরানীগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়।