ডেইলি ক্রাইম বার্তা : দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নেত্রকোনার কলমাকান্দায় এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম বেবী আক্তার (২০)। এ ঘটনায় আহত হয়েছেন ৯ জন।
এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অন্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার নেত্রকোনা-কলমাকান্দা সড়কের ডুবিয়ারকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেবী আক্তার উপজেলার মন্তলা গ্রামের মারুফ বিশ্বাসের স্ত্রী। কলমাকান্দা থানার ওসি জনাব, মোহাম্মদ লুৎফুল হক এসব তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। সুরতাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”