ডেইলি ক্রাইম বার্তা : বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে বরিশালের গৌরনদীতে। “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য কে ধারণ করে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হয় বরিশালের গৌরনদীতে। সোমবার গৌরনদী উপজেলার গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাবা, সৈয়দা মনিরুন নাহার মেরী।উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব, মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, মৎস্য কর্মকর্তা আবুল বাসার, যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জান, উপজেলা প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলি আজিম খান পলাশ প্রমুখ।
মেলায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”