মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৭:০২

অভিযানে বরিশালে দেড় মণ জাটকা জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা : মৎস্য অধিপ্তরের অভিযানে বরিশাল নগরীতে ৬০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়েছে রবিবার (২৮জানুয়ারি)। এ অভিযানে পাঁচ জন মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার জনাব, দ্বীন এ আলম ও ওসি মোঃ জলিল। আটককৃতরা হল, বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন এলাকার মোঃ কাজল হাওলাদার, একই এলাকার মোঃ রিয়াজ সরদার, বেলতলা এলাকার মোঃ মিলন হোসেন, টুঙ্গীবাড়িয়া এলাকার মোঃ শাওন হাওলাদার ও চন্দ্রমোহন এলাকার মোঃ দেলোয়ার হোসেন। জেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস (হিলসা) জানান, রোববার দুপুর ১২ টার দিকে জেলা মৎস্য অধিদপ্তর নগরীর রুপাতলী হাউজিং এলাকায় অভিযান চালায়। এ সময় পাঁচ ভ্রাম্যমান খুচরা ব্যাসায়ীকে জাটকা মাছসহ আটক করা হয়। তাদের কাছ থেকে ৬০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। আটককৃতদের ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার জনাব, মারজানুর রহমান। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”