ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাইবার প্রতারণার অভিযোগে গাইবান্ধায় মোহাম্মদ আনোয়ার হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) জেলার সদর থানার ইসলাম প্রিন্টিং প্রেস নামের একটি প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন গাইবান্ধা সদর থানার খোলাবাড়ি গ্রামের সাইদার হোসেনের ছেলে।
জানা গেছে, গ্রেপ্তার আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মোহাম্মদ মহসীন নামে একটি ভুয়া ফেসবুক আইডি চালিয়ে আসছেন। ওই আইডিতে তেজগাঁও থানার ওসি জনাব, মোহাম্মদ মহসীনের মূল আইডির অনুরূপ ছবি ও ভিডিও ব্যবহার করেন তিনি। ম্যাসেঞ্জারে সেই আইডি থেকে তিনি ওসি মহসীন সেজে বিভিন্ন মেয়ের সঙ্গে চ্যাট করেন। এদের মধ্যে কারও কারও সঙ্গে আপত্তিকর কথাবার্তা বলেন, আবার কারও কারও কাছ থেকে টাকাও দাবি করেন।
এ ঘটনায় ওসি জনাব, মহসীন গত ৫ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে গত ২২ জানুয়ারি তেজগাঁও থানার সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন।
গাইবান্ধা সদর থানার ওসি জনাব, মাসুদ রানা তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।