মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:১৯

সড়কে মুখোমুখি সংঘর্ষে নেত্রকোনায় দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা : প্রাইভেটকারের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে নেত্রকোনায় এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার বিকালে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের চল্লিশা ঝাউসী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের একজন জেলার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল আব্দুল হাকিম। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। তাৎক্ষণিকভাবে অপর নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। হতাহতরা সবাই সিএনজির যাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সড়কের চল্লিশার ঝাউসী এলাকায় নেত্রকোনা গামী প্রাইভেটকারের সঙ্গে ময়মনসিংহগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান এবং অবস্থা সংকটাপন্ন হওয়ায় আহতদের তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”