মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৪:৫৫

ছিনতাইকারীদের আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইয়ের প্রস্তুতিকালে ঢাকা রাজধানীতে ৬ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩টি ছুরি ও ২টি ব্লেড উদ্ধার করা হয়।
তেজগাঁও থানার কারওয়ানবাজার কাঠপট্টি জালালাবাদ ‘স’ মিলের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক ছিনতাইকারীরা কোমরে ছুরি ও জিহ্বার নিচে ব্লেড নিয়ে ঘুরে। এরপর পথচারীকে জিম্মি করে ছিনতাই করে।
আটক ছিনতাইকারীরা হলো, মো. জনি (২৯), জহির সর্দার (১৯), মো. ফয়সাল বেপারী (২৫), মো. জীবন (৫২), মো. আক্কাস আলী (৩৭) এবং মো. আসিফ (২০)।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ মহসিন বলেন, আটকরা একেকজন একেক পেশায় জড়িত। কেউ দিনমজুর, কেউ টোকাই আর কেউবা ভাঙারির দোকানদার। তবে রাতে সবাই ছিনতাই করে। তারা দলবেঁধে নির্জন কোনো স্থানে ওৎপেতে থাকে। কোনো একাকি পথচারী পেলে তাকে জাপটে ধরে সবকিছু ছিনিয়ে নেয়। এ সময় কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ছুরি ও ব্লেড দিয়ে আঘাত করে আহত করে এই ছিনতাইকারীরা। এমনই ভাবে ছিনতাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা তখন গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।