ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত চট্টগ্রামের চান্দগাঁও থানার আসামি মো. জুয়েল প্রকাশ ধামা জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭। গতকাল বুধবার তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জনাব, মো. নূরুল আবছার।
এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জুয়েল আট মামলার পলাতক আসামি।
র্যাব জানিয়েছে, চট্টগ্রামের চান্দগাঁও এলাকার শীর্ষ সন্ত্রাসী মো. জুয়েল এলাকায় ধামা জুয়েল বা হামকা জুয়েল নামে পরিচিত। তিনি কসাইপাড়ায় বসবাস করেন। কয়েক বছর আগে জুয়েল এলাকায় মাংস বিক্রি করতেন। পরবর্তী সময়ে জড়িয়ে পড়েন বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে।
তাঁর বিরুদ্ধে চান্দগাঁও ও বোয়ালখালী থানায় হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ সর্বমোট আটটি মামলার তথ্য পাওয়া গেছে।
সম্প্রতি একটি অস্ত্র মামলায় জুয়েলকে ১০ বছরের সাজা প্রদান করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর পরই গ্রেপ্তার এড়াতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন জুয়েল।