মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:৫৯

তিন ডাকাত আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুইটি পাইপগান ও ১৫ রাউন্ড গুলিসহ ভোলায় তিন ডাকাতকে আটক করেছেন ডিবি পুলিশ। তারা হলেন, মো. আব্বাস (৩০), রুবেল (২৮) ও মিরাজ (৩০)।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কোড়ালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। ভোলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা কোড়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করি।
এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ওই তিন ডাকাতকে আটক করি। এসময় তাদের কাছ থেকে দুইটি পাইপগান ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।