মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ভোর ৫:৫৩

মেয়ের লাশ এবং সৎ মা আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খালি ঘর থেকে সাদিয়া আক্তার (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা টঙ্গীর পূর্ব আরিচপুর রুপবানের মার টেক নামক স্থানের। এই ঘটনায় পুলিশ মেয়েটির সৎ মা নাজমা আক্তারকে (২৬) আটক করেছেন।
নিহতের বাবার নাম রবিউল ইসলাম। স্থায়ী বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পরদাবাদ গ্রামে।
তিনি টঙ্গীর পূর্ব আরিচপুরের রুপবানের মার টেকে একটি বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।
রবিবার (২১ জানুয়ারি) রাত ৮টায় পুলিশ রুপবানের মার টেকের একটি বাড়ি থেকে লাশ উদ্ধার করেন।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, মেয়েটির মৃত্যুর কারণ জানতে তার সৎ মা নাজমা আক্তারকে আটক করা হয়েছে। ঘটনাটি হত্যা না অন্য কিছু তা এখনো জানা যায়নি।
লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।