ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিনাজপুরের বিরামপুর উপজেলার পাঠনচড়া বাজার সংলগ্ন স্লুইসগেট আঞ্চলিক রাস্তায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত মোটরসাইকেল চালক হলেন, এফাজউদ্দিন (৬৫)। তিনি উপজেলার কাটলা ময়ামারি গ্রামের বয়েন উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় নিহতের স্ত্রী ও অপর মোটরসাইকেলের চালক এবং আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহতের এক স্বজন বলেন, মঙ্গলবার এফাজউদ্দিন তার স্ত্রী সহকারী শিক্ষিকা ফেরদৌসী বেগমকে ভাইগড় নিশিবাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিলেন। এ সময় পাঠনচড়া বাজার সংলগ্ন স্লুইসগেট আঞ্চলিক রাস্তায় অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুই মোটরসাইকেলের চারজন আহতকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বেলা ১১টার দিকে এফাজউদ্দিনের মৃত্যু হয় এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকিরুল ইসলাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। অপর আহতদের মধ্যে নায়েব উদ্দিনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও দুই জনকে বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিরামপুর থানার ওসি জনাব, সুব্রত কুমার সরকার জানান, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।