শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৫

ফেনসিডিলসহ গ্রেফতার তিনজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৫০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছেন র‌্যাব। শনিবার বিকালে কিশোরগঞ্জের ভৈরবে অভিযানটি চালায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল এবং অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি ভৈরবের নাটালের মোড় এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিনজন হলেন, মৌলভীবাজার জেলা সদরের বর্বিজোড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে তানবির মিয়া (৩১), হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের রেনু মিয়ার ছেলে পারভেজ (৩০) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার মালঞ্চপুর গ্রামের রঙ্গু মিয়ার ছেলে সজিব মিয়া (২৬)।
র‌্যাবের স্কোয়াড কমান্ডার জনাব, মুহা. জাহিদ হাসান গ্রেফতার তিনজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।