সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৯:৪৪

সড়কে ঝরল যুবকের প্রাণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকচাপায় মো: মহীউদ্দিন (৪৫) নামের টাঙ্গাইলের ঘাটাইলে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ৭টার দিকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের আষারিয়া চালা বাজারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত মহী উদ্দিন উপজেলার শহর গোপিনপুর চওনা পাড়া গ্রামের মরহুম ফজর আলীর ছেলে।
জানা গেছে, ওই মোটরসাইকেল আরোহী মুরগির খাদ্য ও ওষুধের জন্য সাগরদিঘী বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে আষারিয়া চালা বাজারে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এ সময় ট্রাকের চাপায় পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনায় ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোহাম্মাদ আবু ছালাম মিয়া এ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।