ডেইলি ক্রাইম বার্তা : গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১) ডিসেম্বর অভিযান চালিয়ে বরিশাল নগরীতে গাঁজাসহ মোঃ রমজান আলী (৫৪) কে আটক করেছেন বরিশাল কাউনিয়া থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। বরিশাল নগরীর ৩নং ওয়ার্ড গাওয়ারসার এলাকায় একটি বাড়ির সম্মুখে পাকা রাস্তায় অবস্থান করা অবস্থায় বরিশাল কাউনিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এ মাদক ব্যবসায়ীকে ছয় কেজি গাঁজাসহ আটক করেছেন। আটককৃত মোঃ রমজান আলী বি-বাড়িয়া জেলার কুইয়াপানিয়া, কসবা থানা এলাকার মৃত্যুঃ জাহেদ মিয়ার ছেলে। সোমবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কার্যালয় থেকে এক মেইল বার্তায় তথ্য পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেন কাউনিয়া থানা পুলিশ।
এ ব্যাপারে আটক মোঃ রমজানের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”