ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে কক্সবাজার টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন র্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত মাদক কারবারি- টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মৌলভীপাড়ার নুরুল ইসলামের ছেলে সিরাজ মোস্তফা (২৮)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) জনাব, মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার সন্ধ্যায় র্যাব-১৫, আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারির পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় বা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি পালানোর চেষ্টাকালে সিরাজ মোস্তফা নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তি দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে সর্বমোট ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,আটককৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।