বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৮:৪৬

এক পথচারী নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিয়ন্ত্রণ হারিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাস খাদে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার ভাটেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুর রব (৬৫)।
তিনি গজারিয়া উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রিফাত মল্লিক জানান, কুমিল্লা থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে একটি পরিবহনের বাস ঢাকায় যাচ্ছিল।
সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার ভাটেরচর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে এক পথচারী বৃদ্ধকে চাপা দিয়ে বাসটি পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই পথচারীর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, নিহত আব্দুর রব মেয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। এ সময় বাসটি তাকে চাপা দেয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।