ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোতায়েন করা হয়েছে সারাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪৬০টি টহল দল।
র্যাব সদর দফতরের (মিডিয়া উইং) সহকারী পুলিশ সুপার জনাব, ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকায় র্যাবের ১৬০টি টিম মোতায়েন করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা আরো বলেন, র্যাবের বাকি তিন শ’ টহল দল অন্যান্য বাহিনীর পাশাপাশি সারাদেশে মোতায়েন করা হয়েছে।
গত মাসের শেষের দিকে বিরোধী দলগুলো অবরোধ ও হরতাল পালন শুরু করার পর থেকে ফোর্সের সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।