শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:২৮

সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনা ঘটেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ শ্রীনগরের কেওটখালী এলাকায়। এতে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার দূরপাল্লার একটি পরিবহণের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার উদ্দেশে শ্রীনগরের কেওটখালী এলাকায় পিরোজপুর থেকে ছেড়ে আসে বাসটি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আইল্যান্ডে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এতে ১২ জন গুরুত্ব আহত হন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।
নিহত মাসুদ (৪৫), বাসের সুপারভাইজার ছিলেন। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ জনাব, মাহফুজ রিভেন জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম উপস্থিত হয়। ঘটনাস্থল থেকে আহতাবস্থায় ১২ জনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুত্ব আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।