ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিয়ন্ত্রণ হারিয়ে বান্দরবানের সদরে ট্রাক খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ দুইজন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মৃত্তিকা সংরক্ষণ ইনস্টিটিউট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করেন।
নিহত আহমদ রশিদের (৫৫) বাড়ি বান্দরবানের পৌর এলাকার কালাঘাটায়।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার রেইচা ডাইভারশন সড়কে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ২৫ ফুট দূরে ছিটকে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
বান্দরবান সদর থানার উপপরিদশক (এসআই) মিজানুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আহত ট্রাকচালক পলাতক রয়েছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।