সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:২২

দুই তরুণ গ্রেফতার গাঁজা পরিবহনের সময়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই তরুণকে আটক করা হয়েছে অভিনব কৌশলে গাঁজা পরিবহনের সময়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস সালাম থানা পুলিশ এ আটক করেন।
শুক্রবার রাতে সাড়ে ১০টায় গাবতলি বাস টার্মিনাল এলাকায় উপপরিদর্শক মো. জুয়েল আহাম্মদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এ সময় আটককৃতদের পেটের ওপর বিশেষ কৌশলে আটকে রাখা চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ আলতাব হোসেন (২২) ও মো. ছাদেক মিয়া (১৯)। তাদের বাড়ি হবিগঞ্জ সদর থানার কাশিপুর গ্রামে।
দারুস সালাম থানার ওসি জনাব, শেখ আমিনুল বাসার জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা রুজু করা হয়েছে।