বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:০১

তিনজন গ্রেপ্তার শুল্ক ফাঁকি দেওয়া চক্রের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধভাবে দেশে স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান পণ্য শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা চক্রের অন্যতম মূলহোতা খোরশেদ আলমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে র‌্যাবের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক তথ্যে এ খবর জানানো হয়েছে।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা অভিনব কায়দায় প্রবাসীদের আত্মীয়-স্বজনদের জিম্মি করতো। পরে তাদের দিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান পণ্য বাংলাদেশে নিয়ে আসতো। এই চক্রের অন্যতম মূলহোতা খোরশেদ আলমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী জব্দ করা হয়েছে।