শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ২:৪৮

ট্রাকের ধাক্কায় চারজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের ধাক্কায় মানিকগঞ্জ সদরে লেগুনার চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কয়েকজন।
আজ বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা সংঘটিত হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি জনাব, মো. আব্দুর রউফ সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পানিতে ডুবে যাওয়ায় দুর্ঘটনা কবলিত লেগুনাটিতে থাকা আরও কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।
নিহতরা হলেন, লেগুনা চালক মানিকগঞ্জ সদর উপজেলার ভাটভাউর গ্রামের মোতালেবের ছেলে জাহিদ হোসেন (৩০), বাগজান গ্রামের মোনছের আলীর স্ত্রী মালেকা (৪৫), একই গ্রামের আব্দুস সালামের স্ত্রী হোসনেরা বেগম (৪০), দীঘি ইউনিয়নের উত্তর পাথরাইল এলাকার পরশ মোদকের ছেলে মহাদেব মোদক (৫০)।
আহতরা হলেন মুলজান গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মুসা (৫০), গুলুটিয়া গ্রামের সজিবসহ আরো কয়েকজন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।