ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী বাসের চাপায় গাজীপুরের কাপাসিয়ায় নুরুল আমীন (৩৬) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। নিহত নুরুল আমীন কাপাসিয়ার টোক নগর গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে। তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কোঁচেরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নুরুল আমীন বুধবার মোটরসাইকেল চালিয়ে নরসিংদী মাদ্রাসায় যাচ্ছিলেন।
ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের জলপাইতলা এলাকায় পৌঁছলে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।
কাপাসিয়া থানার ওসি জনাব, এএইচএম লুৎফুল কবীর জানান, বাসটি পুলিশ হেফাজতে রয়েছে, তবে চালক পালিয়ে গেছে।
এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।