ডেইলি ক্রাইম বার্তা : বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও সুধীজনদের নিয়ে বরিশালের গৌরনদী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। বুধবার ০৪ অক্টোবর ২০২৩ বেলা ১২ ঘটিকায় গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে ভােক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্যবসায়ীদের সাথে বর্তমান বাজার ব্যবস্থাপনা সহ দ্রবাদির মূল্য নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, মোঃ রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আবুল বাসার, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান, প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম, সমবায় অফিসার আফসানা রাখী, মানবাধিকার কর্মী সাংবাদিক আবদুছ ছালেক মামুন, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ তৌকির,গৌরনদী মডেল থানার এ এস আই মজিবুর রহমান, গৌরনদী হেলথ ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সঙ্কর কুমার দাস সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা বিভিন্ন হাটবাজারের সভাপতি সম্পাদক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”