শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ২:৫০

নদী পার হতে গিয়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাসুক মিয়া (৩০) নামে এক যুবক মারা গেছেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের পাচপাড়িয়া এলাকায় সাঁতার কেটে করাঙ্গী নদী পার হওয়ার সময়। সাঁতরে নদী পার হওয়ার সময় নিখোঁজ হন তিনি। পরে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
মাসুক মিয়া ওই গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, সোমবার দুপুরে সাঁতার কেটে করাঙ্গী নদী পার হওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হন মাসুক মিয়া। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরিরা এসে তার মৃতদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।