ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জলাশয় থেকে একে অন্যের হাত ধরা অবস্থায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুটি শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন বলছেন, একটি শিশু জলাশয়ে পড়ে হাবুডুবু খেতে থাকলে অপর শিশুটি তাকে বাঁচানোর উদ্দেশ্যে লাফ দেয় এবং দুজনেরই মৃত্যু হয়। একই সাথে মৃত দুই শিশু হলো- সদরাবাদ গ্রামের মালেক মিয়ার ছেলে ইকবাল হোসেন (৮) ও বাবুল হোসেনের ছেলে রাফি আহমেদ (৬)।
তারা পরস্পর চাচাত ভাই।
নবীগঞ্জ থানার ওসি জনাব, মোহাম্মদ ডালিম আহমদ জানান, ইকবাল ও রাফি সম্পর্কে চাচাতো ভাই এবং একে অন্যের খেলার সাথী। সোমবার সন্ধ্যায় খেলাধুলার করার সময় রাফি জলাশয়ে পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে হয়তো জলাশয়ে লাফ দেয় ইকবাল।
কিছুক্ষণ পর জলাশয়ে দুই শিশুর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেন।
ওসি আরো জানান, মরদেহ দুটি জলাশয় থেকে উদ্ধারের সময় শিশুরা একে অন্যের হাত ধরা অবস্থায় ছিল। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়া সোমবার রাতেই দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।