শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ২:২২

মাদক কারবারি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইয়াবাসহ তিন মাদক কারবারিকে মানিকগঞ্জের সিংগাইরে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিংগাইর থানার ওসি জনাব, সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত হচ্ছে ধামরাই উপজেলার ফোর্ডনগর ফকিরপাড়া গ্রামের রায়হান (৩০)। সাভার উপজেলার গেন্ডা গ্রামের আশিক (২৮), একই গ্রামের কোরবান হোসেন (২৭)।
সিংগাইর থানার ওসি জনাব, সৈয়দ মিজানুর ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ধল্লা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে সোরহাব মিয়ার বাড়ির সামনে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেন পুলিশ।
ওসি জনাব, সৈয়দ মিজানুর ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।