শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ২:১৬

আবাসিক হোটেলে অভিযানে আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে একটি আবাসিক হোটেল থেকে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের গোড়াই এলাকায় ১৩ নারীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মির্জাপুর থানার দেওহাটা ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) মো: আইয়ুব খান বলেন, গোড়াই শিল্পাঞ্চল এলাকায় আবাসিক হোটেলের নামে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। অভিযান চালিয়ে জড়িতদের আটক করা হয়েছে। এছাড়া জড়িত না থাকায় দুজনকে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।