শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ৩:৩১

জেলা পু‌লিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা নেত্র‌কোণায় অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা : মা‌সিক কল্যাণ সভা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নেত্রকোণা জেলা পু‌লিশ লাই‌ন্সে, নেত্রকোণায় জুলাই ২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, মোঃ ফ‌য়েজ আহমেদ,অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃংঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং ২০২৩ সালের জুন মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরুস্কৃত করা হয়।
এসময় শ্রেষ্ঠ সার্কেল অফিসার জনাব, মোহাম্মদ র‌বিউল ইসলাস,অ‌তি‌রিক্ত পুলিশ সুপার,খা‌লিয়াজুরী সার্কেল ও অ‌তি‌রিক্ত দা‌য়ি‌ত্বে দুর্গাপুর সা‌র্কেল,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ জনাব, মোহাম্মদ শি‌বিরুল ইসলাম দুর্গাপুর থানা।
শ্রেষ্ঠ আই‌সি মোঃ এনামুল হক পু‌লিশ প‌রিদর্শক (নিঃ)সিধলী তদন্ত কেন্দ্র,কলমাকান্দা থানা।শ্রেষ্ঠ এসআই এসআই(নিঃ)/‌লিটন মিয়া
দুর্গাপুর থানা।
শ্রেষ্ঠ বিট অ‌ফিসার(ওঠান‌ বৈঠক)এসআই(নিঃ)/‌মোঃ তাজুল ইসলাম মোহনগঞ্জ থানা, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার
টিএসআই /জৈন উ‌দ্দিন মন্ডল সদর ট্রাফিক
শ্রেষ্ঠ এএসআই এএসআই(নিঃ)/মোঃ ম‌মিনুল ইসলাম ‌দুর্গাপুর থানা, শ্রেষ্ঠ ওয়া‌রেন্ট তা‌মিলকারী এএসআই(নিঃ)/মোঃ আবু সা‌ইম ‌কলমাকান্দা থানা।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”