ডেইলি ক্রাইম বার্তা : একটি ইলেকট্রনিক্স ও সাউণ্ড সিস্টেমের দোকানে চুরির ঘটনার অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ফাজিলপুর বজারে ৭২ ঘন্টার মধ্যে প্রায় ৪ লাখ টাকার মালামালসহ মহসিন (২৫) ও মোতাহার (২১) নামের দুই চোরকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।
আটকৃত মহসিন ও মোতাহার নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কটরপাড়া গ্রামের বাসিন্দা।
রবিবার (২০ আগস্ট) বিকালে পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জনাব, মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৩ আগস্ট রাতে উপজেলার বালুচড়া বাজারের মোফাজ্জলের ইলেকট্রনিক্স ও সাউণ্ড সিস্টেমের দোকান ঘরের দেয়াল ও তালা ভেঙ্গে চোরেরা সাউণ্ড সিস্টেম, আইপিএস ও ইলেকট্রনিক্স পণ্যসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
পরে গত ১৬ আগস্ট দোকান মালিক বাদী হয়ে এ ব্যাপারে পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় তার নেতৃত্বে থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ও এএসআই মো. মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শনিবার রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নাজিরপুর মোড় থেকে মহসিন ও মোতাহার নামে দুই চোরকে আটক করে।
এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী বারহাট্টা উপজেলার কটরপাড়া গ্রামের একটি দোকান থেকে চুরি যাওয়া ওই মালামাল উদ্ধার করা হয়।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”