বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:০৪

ইয়াবাসহ যুবক আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং এলাকায় ১০ হাজার পিস ইয়াবাসহ নুরুল মোস্তফা (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক যুবক টেকনাফের আলী আকবর পাড়ার আবু তাহেরের ছেলে।
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন রঙ্গীখালি মঈনউদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উপর একটি থ্রী হুইলার (মিনি টমটম) ও চালককে তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং থানার এটিএসআই মো. মতিয়ার রহমান এ অভিযানের নেতৃত্ব দেন।
তিনি জানান, তল্লাশির এক পর্যায়ে টমটম চালকের সিটের নিচে হালকা নীল রং এর পলিথিনের ভেতর টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। উক্ত প্যাকেট খুললে ৫০টি নীল রং এর জিপার ব্যাগ উদ্ধার করা হয়। এর প্রতিটিতে ২০০ পিস করে মোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে পরিবহনের কাজে ব্যবহৃত টমটমসহ চালককে আটক করা হয়েছে।
টেকনাফ থানায় আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।