বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৯:১৭

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাজীপুর প্রেসক্লাবের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বার্ষিক সাধারণ সভা হয়েছে গাজীপুর প্রেসক্লাবের এবং এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার গাজীপুর শহরের রথখোলায় প্রেসক্লাব ভবনে।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ বেতার এর গাজীপুর প্রতিনিধি অধ্যাপক মাসুদুল হক এতে সভাপতিত্ব করেন। ক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ সভায় বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন। প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে সাধারণ সদস্যরা মতামত তুলে ধরেন।
ক্লাবের সুনাম ও মর্যাদা রক্ষায় সদস্যগণ সক্রিয় ভূমিকা রাখায় সভাপতি তাদেরকে ধন্যবাদ জানান।
সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন, অধ্যাপক আমজাদ হোসেন, সৈয়দ লিটন,এম এ সালাম শান্ত, হাবিবুর রহমান, আবদুর রহমান,আবুবকর সিদ্দিক আকন্দ সোহেল, মনজুরুল হক,রহিম সরকার, রেজাউল করিম, জাহাঙ্গীর আলম,সাদেক আলী,আবি দিছেন বুলবুল,মকবুল হোসেন ও আলিম আল রাজী প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এনামুল হক,অধ্যাপক বিল্লাল হোসেন, মোসাদ্দেক হোসেন প্রমুখ।