বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৭

হেলপারের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্টে ঢাকা রাজধানীর চকবাজারের রহমতগঞ্জে কাভার্ডভ্যানের হেলপারের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. বিপ্লব (১৯) নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের শাহজাহানের ছেলে। চালকের বাড়িও একই এলাকায়।
ভ্যানটির চালক সুমন জানান, তারা প্লাস্টিক দানা রহমতগঞ্জের ডালপট্টিতে নামিয়ে দিয়ে বের হওয়ার অপেক্ষায় ছিলেন। সেই সময় ওই এলাকায় অনেক জ্যাম ছিল। তাই তিনি হেলপার বিপ্লবকে রেখে সামনে যান। পরে এসে দেখতে পান বৈদুতিক তার কাভার্ডভ্যানের সঙ্গে লেগে বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে আছে।
দ্রুত তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পোনে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানে গেট খুলে নামার সময় সেখানে রাস্তায় বৈদ্যুতিক তার ছিড়ে শরীরে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ছিলেন বিপ্লব। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।