ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাতীয় সেবা ৯৯৯ এ অপ্রয়োজনীয় কল এড়াতে অটোকলার যুক্ত করা হচ্ছে। শিগগিরই অটোকলার যুক্ত করে সেবা গ্রহীতার নাম পরিচয় তিনি কোথা থেকে ফোন করছেন তার সব তথ্য নিশ্চিত করে সেবা প্রধান করা হবে। সম্প্রতি জনপ্রিয় হয়ে ওঠা জাতীয় সেবা ৯৯৯ এ অপ্রয়োজনীয় কল বেশি আসায় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। তারা বলছেন জরুরি সেবার এই নম্বরে ভুক্তভোগীরা যেমন ফোন করে অভিযোগ করেন, তেমনি অপ্রয়োজনীয় কলও আসছে প্রচুর। অনেকে মজা করেও ফোন করছেন। আবার কেউ কেউ মিথ্যা তথ্য দিয়েও বিভ্রান্ত করছেন। ৯৯৯-এ অপ্রয়োজনীয় ও মিথ্যা তথ্য দিয়েছে এমন কলের পরিমাণ মোট কলের অর্ধেকের বেশি বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, অটোকলার যুক্ত করার পর ৯৯৯-এ বিরক্তিকর কল দিলেই তার বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেয়া হবে। সে ক্ষেত্রে বিরক্তিকর কলারের ছয় মাসের জেল বা এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এমনকি মোবাইল কোর্টের মাধ্যমেও বিচার করা হতে পারে।