ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বে রেল স্টেশন এলাকায় একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকা-উত্তরবঙ্গের সাথে ট্রেন যোগাযোগ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। শনিবার (২৫ জুলাই) রাত ১১ টা ১৫ মিনিটের দিকে সেতু পূর্ব রেল স্টেশনের ২০০ গজ পশ্চিমে সেতু উপরে ওঠার সময় এই ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব সেতু রেল স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মো. মনির আহমেদ এ বিষয়টি গণমাধ্যম নিশ্চিত করেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৫৭) নামে একটি ট্রেন যাত্রী নিয়ে কুড়িগ্রাম যাচ্ছিল। পথিমধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন স্টপেস শেষে সেতুর উপরে ওঠার আগে ৪টি বগি লাইনচ্যুত হয়।
সূত্র রাত সাড়ে ১১টার দিকে আরও জানায়, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে রয়েছে। এখনো উদ্ধার কাজ শুরু হয়নি। ঢাকা থেকে লোক এসে উদ্ধার কাজ চালাবে।