ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক প্রথা প্রতিরোধে পিরোজপুরের কাউখালীতে রবিবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে পরিষদের হল রুমে দিনব্যাপী জন সচেতনতামূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজন সাহা, অফিসার ইনচার্জ মো. বনি আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, কাউখালী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকার, ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, দেলোয়ার হোসেন সিকদার, লাইকুজ্জামান মিন্টু তালুকদার, আবু সাইদ, জাতীয় পার্টি (জেপি) সাধারন সম্পাদক মঞ্জুরুল পায়েল, ইউডিএফ,ভিইপি মোঃ রাশেদুজ্জামান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান। প্রশিক্ষণে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম, পুরোহিত, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার দেড় শতাধিক প্রতিনিধি অংশ গ্রহণ করেন।