মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:১২

সাড়ে ১৪ লাখ টাকায় এক ট্রলার ইলিশ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ট্রলারে ১১৭ মণ ইলিশ ধরা পড়েছে নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীসংলগ্ন বঙ্গোপসাগরে। ভোলার দৌলতখানের জেলেদের ট্রলারে মাছগুলো ধরা পড়ে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিংয়ে ১১৭ মণ ইলিশগুলো নিলামে ১৪ লাখ ৫৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
অন্য জেলেদের ট্রলারেও প্রচুর ইলিশ ধরা পড়ছে। মা ইলিশ ধরায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা গত ২৮ অক্টোবর শেষ হওয়ার পর জেলেরা জাল নিয়ে নদী ও সাগরে ট্রলার ভাসান। জেলেরা জানান, তাঁদের জালে এবার ইলিশের পাশাপাশি প্রচুর পরিমাণ পাঙ্গাশ মাছও ধরা পড়ছে।