ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরেছে খাগড়াছড়ির জেলার সীমান্তবর্তী পানছড়ি উপজেলায় পানছড়ির অর্ধশত যুবক। লাঠিপেটা আর গরম কথায় নয়-কিছু নরম কথা, আন্তরিক ভালোবাসা ও দিক নির্দেশনার মাধ্যমেই তাদের স্বাভাবিক জীবন ফেরা। পানছড়ি থানার ওসি জনাব, আনচারুল করিমের হাত ধরেই তাদের স্বাভাবিক জীবনে ফেরা।
জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকার কিছু যুবক মাদকাসক্ত হয়ে পড়ে। যার ফলে পরিবারে নিত্য দেখা দিত অশান্তি। পরিবারগুলোতে নেমে আসে হতাশার চিহ্ন। দিশেহারা অভিভাবকরা থানায় এসে মোবাইল কোর্টে সাজার মাধ্যমে ওসির সহযোগিতা কামনা করেন। কিন্তু ওসি অবলম্বন করে ভিন্ন পথ। রেজিষ্টারে নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে সকাল-বিকাল ও রাতে তিনবেলা হাজিরার পাশাপাশি মাদকাসক্তদের মাদকের কুফল নিয়ে দেয়া হতো নানান পরামর্শ। এভাবেই মাদকাসক্তরা ফিরে আসে স্বাভাবিক জীবনে।
পানছড়ি থানার ওসি জনাব, আনচারুল জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে কয়েক অভিভাবক এসে জানায় ছেলে মাদক সেবন করে ঘরে অশান্তি সৃষ্টি করে। এর পর থেকেই তাদের দৈনিক তিনবেলা হাজিরার মাধ্যমে সুন্দর সুন্দর দিক নির্দেশনা দিয়ে কাজ শুরু করি। শুরুতে তাদের ওজন থেকে শারিরীক গঠন পর্যন্ত রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয়েছে। কখন কোথায় যাচ্ছে, বাড়িতে ঠিকভাবে খাচ্ছে কিনা, ঘুমাচ্ছে কিনা চাল-চলন কেমন এসব নিয়ে মোবাইলে অভিভাকদের সাথে যোগাযোগ হতো। পরে অভিভাবকরাই তাদের পরিবর্তনের খবরটি নিশ্চিত করে। কয়েক জন অভিভাবক ওসির সৃজনশীল বুদ্ধির প্রশংসা করে জানায়, স্যারের হাত ধরেই আজ আমাদের ঘরে শান্তি ফিরেছে এবং থানার ওসির প্রতি বার বার কৃতজ্ঞতার কথা জানান অভিভাবকরা।
“মোঃ চাঁন মিয়া সংবাদদাতা পানছড়ি (খাগড়াছড়ি)”