ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কুমারনদী থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অবাধে বালু উত্তোলন চলছে। উপজেলার বিভিন্ন এলাকায় মাসের পর মাস এমনকি বছর জুড়েই চলছে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন। ভাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার জনাব, আজিম উদ্দিন বলেন, কুমারনদী থেকে বালু উত্তোলন করার বিষয় অবগত ছিলামনা আমি কিছু সময়ের মধ্যে সেখানে লোক পাঠিয়ে দিচ্ছি। পাশ্ববর্তী নগরকান্দা উপজেলার পুড়াদিয়া বাজার সংলগ্ন কুমারনদী থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করায় নদীর দুই পাড়ের রাস্তা, ব্রীজ স্থাপনা রয়েছে হুমকির মুখে এবং স্থানীয় লোকজন জানান দুই উপজেলার মিলন স্থান পুড়াদিয়া বালিয়া, পুড়াদিয়া বাজার, নদীর ঐপাড়ে রয়েছে বড় মুসকুন্নি গ্রাম। প্রতিদিন দুই পাড়ের মানুষ পারাপার হয়ে স্কুল, অফিস, আদালত হাটবাজার আসা যাওয়া করে, তাই এলাকার লোকজন এই অবৈধ বালু উত্তোলনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”