শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৩:০৭

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোনার দাম দেশের বাজারে কমেছে। ভালো মানের সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম ৮০ হাজার ১৩২ টাকা হয়েছে। যা এত দিন ছিল ৮১ হাজার ২৯৮ টাকা।
সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। মঙ্গলবার থেকে সোনার এই নতুন দাম কার্যকর হবে।