শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৩:০৯

মরদেহ উদ্ধার একটি ফ্ল্যাট থেকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ফ্ল্যাট থেকে নেত্রকোনায় তৌফিকুল ইসলাম টিটু (৪৩) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে শহরের আরামবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি সদর উপজেলার মেদনী ইউনিয়নের বাহিরচাপড়া গ্রামের মৃত শামছুল ইসলাম মানিকের ছেলে। তিনি একজন ঠিকাদার ব্যবসায়ী।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, খন্দকার শাকের আহমেদ বলেন, আমরা ৮টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করি এবং সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।