ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে, আর এই ঘটনা কক্সবাজারের রামুতে। সংঘবদ্ধ ডাকাত দল লোহার দরজা ভেঙে কক্ষ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট করেছে।
শনিবার রাত ৮টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভরাছরাকুল গ্রামের সৌদি প্রবাসী মৌলভী জাহাঙ্গীর আলমের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ঘটনাস্থলে আসা রামু থানার এসআই মো. মঞ্জু জানান, এ নিয়ে তদন্ত চলছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।