মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:০৪

নিম্ন আয়ের মানুষ ইলিশের দাম বেশি থাকায় খেতে পারছে না।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বরগুনা জেলার প্রধান তিনটি নদী বলেশ্বর-বিষখালী-পায়রা এবং বরগুনা জেলা তথা বাংলাদেশের অন্যতম ইলিশের ভাণ্ডার। মৌসুমে এই তিন নদী ও মোহনায় প্রচুর ইলিশ ধরা পড়ে। স্বাভাবিকভাবেই ক্রেতাদের কাছে নদীর ইলিশের চাহিদা বেশি। দাম বেশির কারণে বরগুনার বাসিন্দাদের কাছে এলাকার ইলিশই কিনে খাওয়া দুষ্কর। ক্রেতাদের অভিযোগ, একশ্রেণির অসাধু মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী সিন্ডিকেটের কারণেই ইলিশের এত দাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন, ইলিশের মৌসুমে বাজার নিয়ন্ত্রনে জোরদার করা হচ্ছে। এছাড়া সিন্ডিকেটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।