শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৩:৫১

আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে বঞ্চিত ফরিদপুরের নগরকান্দায় ভূমিহীন চায়না আক্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘর থেকে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বঞ্চিত হলেন উপজেলার মিরাকান্দা গ্রামের মোসাঃ চায়না আক্তার। তার বাবার নাম জিলু মাতুব্বর। বিয়ের পর থেকেই চায়না আক্তার তার বাবার বাড়িতেই থাকেন। স্বামীর কোন জায়গা জমি না থাকায় তার বাবার বাড়িতেই থেকে দুইটি সন্তান নিয়ে কষ্টে জীবন যাপন করছেন। থাকার মতো নেই কোন ঘর, নেই কোন জায়গা জমি। মানুষের দুয়ারে চেয়ে চিন্তে জীবন জীবিকা নির্বাহ করছেন চায়না আক্তার। তার স্বামী অসুস্থ এবং মাঝে মধ্যে কৃষি কাজ করে তাদের সংসার চালাতে কষ্ট হয়। একটি ঘর পাইতে আবেদন করে মাসের পর মাস উপজেলার ইউএনও’র দুয়ারে কড়া নাড়লেও কোন লাভ হয়নি বলেন চায়না আক্তার। চায়না আক্তার আরও বলেন, আমি একজন ভূমিহীন মানুষ ছেলে মেয়ে নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। বর্তমাণে বাবার বাড়িই ঠিকানা। ভূমিহীন, অসহায় হতদরিদ্র হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার একটি ঘর পেতে জেলাপ্রশাসক, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জোরদাবি জানাই।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”