রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:৫৭

মাছ খেয়ে মা এবং ছেলের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পটকা মাছ খেয়ে খুলনায় মা ও ছেলের মৃত্যুর খবর জানা গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা রেল ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় আব্দুর রহমানের স্ত্রী পরী বেগম (৬০) ও তাঁর ছেলে জাহাঙ্গীর (৩৫)। এ ছাড়া জাহাঙ্গীরের খালাতো ভাই সাইদুল (২৫) নামের আরেকজনকে অসুস্থ অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে।
লবণচরা থানার ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।