ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভিজিএফের সরকারি ১২৮ বস্তা (৩৮৪০ কেজি) চাল ভর্তি একটি ইঞ্জিন চালিত নৌকাকে নেত্রকোনার কলমাকান্দায় আটক করে স্থানীয়রা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা সেতু সংলগ্ন এলাকায় চালভর্তি নৌকাটি আটক করা হয়।
এ ঘটনায় স্থানীয় লোকজনের সাথে নৌকায় থাকা লোকজনের হাতাহাতির ঘটনা ঘটে। এসময় জজ মিয়া (৩২) নামের এক যুবক গণধোলাইয়ের শিকার হন। তিনি উপজেলার গজারমারি এলাকার দুদু মিয়ার ছেলে। বর্তমানে সে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এসময় আরমান (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনিও ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, আব্দুল আহাদ জানান, বৃহস্পতিবার রাতে সরকারি ভিজিএফ-এর চাল নৌকা দিয়ে নৌ-পথে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। রাত ১০টার দিকে স্থানীয়রা উক্ত চাল আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে থানায় নিয়ে যায়। ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলেও জানায় পুলিশ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”