মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:৩৩

লাশ ভাসছে পানিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বন্যার পানিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে লাশ ভাসছে। গতকাল রবিবার বিকেলে পৌর এলাকা ইকড়ছই বৈইঠারটেক নামক স্থানে এ দৃশ্য দেখা গেছে। মরদেহটি সাদা কাফনের কাপড়ে মোড়ানো।
স্থানীয়রা জানান, সকাল থেকে সাদা কাফনের কাপড়ে মোড়ানো মরদেহটি বন্যার পানিতে ভাসছে। গত তিনদিন ধরে জগন্নাথপুরে ভয়াবহ বন্যা বিরাজ করছে। চারিদিক পানি থই থই করছে। ধারণা করা হচ্ছে, কবর দেওয়ার স্থান না পেয়ে হয়তো স্বজনরা পানিতে ভাসিয়ে দিয়েছেন লাশ। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর জানান, সকাল থেকে লাশটি ভাসতে দেখা গেছে। এখনও ভাসছে। দাফনের কোনো জায়গা না পেয়ে হয়তো পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে।